Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১৩ আগস্ট, ২০১৭ ২০:৫৯ অনলাইন ভার্সন
আপডেট :
থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ১
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে নাফাখুম যাওয়ার পথে বড় ইয়াংরে এলাকার সাঙ্গু নদীতে নৌকা ডুবে নির্মাণ শ্রমিক মাহবুব রহমান (৫০) নিখোঁজ হয়েছেন। রবিবার ভোর রাতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে থানচি সদর থেকে তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল নৌকাটি। পথিমধ্যে বড় ইয়াংরে নামক স্থানে পৌঁছালে সাঙ্গু নদীতে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ ও বিজিবি।

তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের ঠিকাদার ও এলজিইডি কর্মচারী মোহাম্মদ রোকন মিঞা জানান, নিখোঁজ মাহবুবর রহমানের বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, আমিও শুনেছি একজন নিখোঁজ রয়েছেন, অন্যরা সাঁতার কেটে নদীর তীরে উঠে প্রাণে বাঁচেন।  

বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৭/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow