শিরোনাম
১৭ আগস্ট, ২০১৭ ১২:০৬

ফরিদপুরে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান

ফরিদপুরে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় ৬১জন প্রতিবন্ধী রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।ফরিদপুরের বেসরকারী উন্নয়ণ সংস্থা আমরা কাজ করি (একেকে)’র আয়োজেন আজ স্থানীয় মহিম স্কুলে বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

পিএইচআরপিবিড প্রকল্পের মাধ্যমে সিডিডি ও সিবিএম এর আর্থিক সহযোগীতায় জেলার বিভিন্ন এলাকার ৬১জন প্রতিবন্ধী নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- একেকের ডেপুটি ডিরেক্টর বিএম আলাউদ্দিন, প্রজেক্ট কন্ট্রাক পারর্সন সিদ্দিকা ইয়াসমিন মিলি, দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ পান্নু মোল্যা।
মানসিক অসুস্থতা নিরুপন ক্যাম্পের চিকিৎসা সেবা প্রদান করেন- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদ আহমেদ।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর