১৭ আগস্ট, ২০১৭ ১৪:২৭

ফরিদপুরে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি সভা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি সভা

ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জেলা দুর্যোগ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম প্রমুখ। সভা থেকে ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানিয়েছেন, বন্যার কারণে যাতে কোন মানুষের অসুবিধা না হয়, সেদিকে নজর রেখে সব রকমের প্রস্তুতি তারা নিয়েছেন।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর