১৭ আগস্ট, ২০১৭ ১৫:৪৯

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্ত্রী হত্যার দায়ে মনিরুজ্জামান নামক এক ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন। এ সময় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার ছফর আলীর মেয়ে পাপিয়া আক্তারের (২১) সাথে একই উপজেলার মৃত ইদ্রিছ আলীর ছেলে মনিরুজ্জামানের ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর যৌতুক চেয়ে না স্ত্রী পাপিয়াকে নির্যাতন শুরু করে মনিরুজ্জামান। ২০১০ সালের ২৭ এপ্রিল স্ত্রীকে খুন করেন।

ঘটনার পরদিন পাপিয়ার পিতা ছফর আলী ফুলবাড়ীয়া থানায় স্বামী মনিরুজ্জামান, তার মা মনোয়ারা বেগম এবং মনিরুজ্জামানের বন্ধু নজরুল ইসলামকে আসামী করে একটি মামলা হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে মনিরুজ্জামানকে ফাঁসির আদেশ এবং বন্ধু নজরুল ইসলামকে খালাস দেয়া হয়। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। 

বিডি প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর