১৭ আগস্ট, ২০১৭ ১৬:০৩

মাদারীপুরে বাড়ছে নদী ভাঙ্গন, হুমকিতে শতাধিক ঘরবাড়ি

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে বাড়ছে নদী ভাঙ্গন, হুমকিতে শতাধিক ঘরবাড়ি

ফাইল ছবি

মাদারীপুর অঞ্চলে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়েছে ৮ সে.মি.। পানির তোড়ে পানি মাদারীপুরের শিবচরের পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের কাঠালবাড়ি ও চরজানাজাতে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। 

নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে কাঠালবাড়ির কাউলিপাড়া দারুল উলুম কওমী মাদ্রাসাসহ শতাধিক বাড়ি ঘর নদী ভাঙ্গন আক্রান্ত হয়েছে। ঘর বাড়ি স্থাপনা সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন আক্রান্তরা। হুমকিতে রয়েছে এ দুই ইউনিয়নের একাধিক স্কুল, একটি ইউনিয়ন পরিষদসহ শত শত ঘর বাড়ি। 

নদী ভাঙ্গন মারাত্মক আকার ধারন করায় আক্রান্তরা দিশেহারা হয়ে পড়েছেন।  শিক্ষা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। এদিকে পানি বাড়ায় এ দুটি ইউনিয়ন ছাড়াও চরাঞ্চলের মাদবরচর ও বন্দরখোলার হাজার হাজার পরিবার পানিবন্দী জীবনযাপন করছে। অনেকের ঘরেই পানি ঢুকে পড়েছে। বন্যা আক্রান্তরা মানবেতর জীবনযাপন করলেও এখনো ত্রান তৎপরতা শুরু হয়নি। বন্যার পানি এখনও বিপদ সীমার নিচ দিয়ে হলেও চরাঞ্চলের মানুষ এখন পানি বন্দী।

অপর দিকে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কাঁঠালবাড়ী ঘাটে ফেরিতে গাড়ি ওঠা-নামার পল্টুন তলিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই ঘাট কর্তৃপক্ষ পল্টুন মেরামত করছে। ঘাটে অবস্থানরত দূরপাল্লার গাড়ি ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া পল্টুন দিয়ে ফেরিতে ওঠা-নামা করছে। 

কাওড়াকান্দি ফেরিঘাট বিআইডব্লিউটি'র সহকারী ব্যবস্থাপক রহুল আমিন মিয়া জানান, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের পল্টুনের র‌্যাম মাঝে মাঝে উঠানো-নামানো হচ্ছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক আছে। ঘাটে ষোলটি ফেরি স্বাভাবিকভাবেই চলাচল করছে।

বিডিপ্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর