১৭ আগস্ট, ২০১৭ ১৯:০২

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ডিসির ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ডিসির ত্রাণ বিতরণ

দুর্গম চরাঞ্চল সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়িয়া ও পঞ্চসোনা গ্রামের বানভাসী ছয় শতাধিক মানুষের মাঝে নিজ হাতে ত্রাণ বিতরণ করেছেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা।
বৃহস্পতিবার বিকেলে নৌকা যোগে ত্রাণসামগ্রী নিয়ে গিয়ে এগুলো বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলামসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বানভাসীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী বন্যার্তদের কথা স্মরণ করে ৩৩৫ টন চাল ও নগদ সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে সে ত্রাণগুলো আমরা আপনাদের হাতে তুলে দিতে এসেছি। ত্রাণ সামগ্রী পেয়ে বানভাসী মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা জানান, বন্যার্তদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল, নগদ টাকা, শুকনো ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরন করা হচ্ছে। তালিকা তৈরী ও দুর্গম অঞ্চল হওয়ায় কিছু সমস্যা হলেও দ্রুত সময়ের মধ্যে জেলার ছয়টি উপজেলার যে সকল মানুষ পানিবন্দি রয়েছে প্রত্যেককে ত্রাণ তৎপরতার আওতায় আনা হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর