১৭ আগস্ট, ২০১৭ ১৯:২০
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয় করনের দাবী

নোয়াখালীতে মানব বন্ধন ও ডিসিকে স্বারক লিপি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মানব বন্ধন ও ডিসিকে স্বারক লিপি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে জাতীয় করনের দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরে  নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। 

বৃহস্পতিবার  সকালে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় জেলার ৫০টি মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহন করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা আহম্মদ উল্যাহ হোসাইনী,  জেলা সাধারণ সম্পাদক আবুল খায়ের কোষাধ্যক্ষ আবুল বাসার, আবদুল মান্নান ও মাওলানা নাছের সহ-প্রমোখ বক্তাগণ প্রাইমারীর মত মাদ্রাসা বোর্ড কর্তৃক রেজিঃপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাকে জাতীয় করন সহ ৭টি দাবী বাস্তবায়নের আহবান জানান। 

মানব বন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর মাধ্যমে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী নিকট স্বারক লিপি প্রেরণ করেন। 

 

বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর