১৭ আগস্ট, ২০১৭ ২০:৫৪

পরোয়ানা জারির ২৩ বছর পর ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পরোয়ানা জারির ২৩ বছর পর ইউপি সদস্য গ্রেফতার

চট্টগ্রামে পরোয়ানা জারির ২৩ বছর পর বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউপির সাবেক সদস্য নির্মল বিশ্বাসে (৬৫)-কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বোয়ালখালী থানা পুলিশ।    

বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। নির্মল কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃঞ্চ বিশ্বাসের ছেলে।  তার বিরুদ্ধে দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় ১৯৯৩ সালে। 

বোয়ালখালী থানার ওসি মো. সালাহউদ্দিন বলেন, উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে নির্মল বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় একটি মামলা বিচারাধীন আছে। ওই মামলায় ১৯৯৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

 

বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর