১৭ আগস্ট, ২০১৭ ২১:১৫

নালিতাবাড়ী সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

শেরপুর প্রতিনিধি :

নালিতাবাড়ী সীমান্তে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

অনুপ্রবেশের দায়ে ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরেছে দুই বাংলাদেশি যুবক।তারা হলো- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বৈষ্ঠম গ্রামের বাবুল মিয়ার ছেলে সাজু মিয়া (২১) ও কর্ণজোড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮)।

বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

নাকুগাঁও ইমিগ্রেশন সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর জামালপুর জেলার কর্ণজোড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ধরা পড়লে তাদেরকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়। এরপর তুরা কারাগারে ৭ মাস ১৫ দিন কারাভোগ শেষে বৃহস্পতিবার তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। 

এসময় ভারতের পক্ষে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার লোকেশ কুমার, পুলিশের উপ-পরদর্শক এসকে কার্ফি এবং বাংলাদেশের পক্ষে হাতিপাগার বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প কমান্ডার আবুল কালাম ও নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলমসহ নাকুগাঁও ইমিগ্রেশনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

বিডিপ্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর