১৮ আগস্ট, ২০১৭ ১৩:০৭

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

অনলাইন ডেস্ক

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারগোপালপুর গ্রামে খলিশাডাঙ্গা ব্রিজের ওপর নির্মিত বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে লিখন (০৮) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ লিখন ওই গ্রামের জুয়েল হোসেনের ছেলে। সে পারগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

খবর পেয়ে নাটোর ও রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল উদ্ধার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মহিউদ্দিন। 

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, শিশুটি গ্রামের একটি মক্তবে কোরআন শেখে। সকালে কোরআন খতম শেষে বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না ধরে সে। এসময় তার বাবা টাকা দিলে সে মিষ্টি কিনতে গড়মাটি পুরাতনহাটপাড়া বাজারের উদ্দেশে রওনা দেয়। পথে ওই গ্রামের খলিশাডাঙ্গা নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় লিখন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। 

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর