১৮ আগস্ট, ২০১৭ ১৫:০৭

বোয়ালমারীতে দুই মাংস ব্যবসায়ীর কারাদণ্ড

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে দুই মাংস ব্যবসায়ীর কারাদণ্ড

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারের দুই মাংস ব্যবসায়ীকে আজ শুক্রবার কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আরা পলি।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী বাজারের স্টেশন রোডে খোলা বাজারে মাংস বিক্রির সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ইউএনওর নিজ কার্যলয় আাদালত বিসিয়ে ১৮৬০ সালের ২৬৯ ধারায় প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম করাদণ্ড দেন। 

দণ্ড প্রাপ্তরা হলেন- পৌরসভার দক্ষিণ কামার গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও ছোলনা গ্রামের শাহাদত মোল্যা (৪৮)। 

তাদেরকে শুক্রবারই ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়। 

বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর