শিরোনাম
১৮ আগস্ট, ২০১৭ ১৮:৫৪

আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সে.মি. উপরে, আতঙ্কে মানুষ

নাটোর প্রতিনিধি

আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সে.মি. উপরে, আতঙ্কে মানুষ

নাটোরের সিংড়ার আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নদী তীরবর্তী জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী হওয়ায় পৌরসভার বাজার ও পৌর এলাকার কয়েকশ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। এছাড়াও মহেশচন্দ্রপুর ও কতুবাড়ী স্কুলের শিক্ষার্থীরা পানিবন্দী হয়ে পড়েছে। 

শুক্রবার দুপুরে পৌরসভার নিংগইন, গোডাউন পাড়া ও শোলাকুড়া মহল্লায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসকে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি ভেদ করে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে দেখা গেছে। 

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিংড়া পৌর এলাকাসহ উপজেলার শেরকোল, ডাহিয়া, ইটালি, কলম, চামারী, তাজপুর ইউনিয়ন এলাকার অনেক বাড়ি-ঘর ডুবে গেছে। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল আহসান জানান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর