শিরোনাম
১৮ আগস্ট, ২০১৭ ২০:১৭

বেনাপোলে ১৪ টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি


বেনাপোলে ১৪ টি সোনার বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টের বড় আচঁড়া মোড় থেকে ১৪ টি সোনার বার সহ কদর মোড়ল (৫০) নামে একজন সোনা পাচারকারী কদর আলীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার বিকাল ৬ টার সময় বেনাপোল চেকপোষ্ট বড় আচঁড়া মোড় থেকে তাকে আটক করে বিজিবি। সে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আমানত মোড়লের ছেলে। 

বেনাপোল কোম্পানি সদরের ক্যাম্প কমান্ডার সুবেদার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনার একটি চালান গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত যাবে। এই তথ্যের ভিত্তিতে সুবেদার শফিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে আগে থেকে সীমান্তের বড় আচঁড়া মোড়ে গোপন অবস্থান নেয়। এরপর ওই পাচারকারী ইজিবাইক যোগে সীমান্তের গাতিপাড়ার দিকে যাওয়ার সময় তাকে ১৪ টি সোনার বারসহ আটক করে। 

উদ্ধারকৃত সোনারবার সহ কদর আলীকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে সুবেদার জানান।

 

বিডি প্রতিদিন / ১৭ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর