১৮ আগস্ট, ২০১৭ ২১:১৪
আলীকদমে প্রবাসীর স্ত্রী খুন

‘রক্তের মাঝে শুয়ে ছিল মা’

লামা (বান্দরবান) প্রতিনিধি:

‘রক্তের মাঝে শুয়ে ছিল মা’

'চারদিকে শুধু রক্ত, তার মাঝে শুয়ে আছে মা। অনেক ডেকেছি, মা কথা বলে না। সারদিন চলে গেল, আজকে তো মা আর ভাত খেতে ডাকল না। মাহিম (ছোট বোন) শুধু কান্না করে। মা তুমি কোথায়? তুমি ওর (মাহিম) কান্না শোননা?।' এভাবেই কান্নাজড়িত কণ্ঠে নিজের অভিব্যক্তি প্রকাশ করছিল মানসিক প্রতিবন্ধী ৬ বছরের শিশু ফাহিম। ফাহিম বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে বুধবার দিবাগত গভীর রাতে খুন হওয়া প্রবাসী স্ত্রীর জন্নাতুল বকেয়া’র ছেলে।  

আলীকদম উপজেলার রেপারপাড়া এলাকায় গত বুধবার দিবাগত গভীর রাতের কোন এক সময় নিজ বাড়িতে খুন হয় সৌদি প্রবাসী মোর্শেদ আলম বাবুলের স্ত্রী জন্নাতুল বকেয়া। প্রতিবন্ধী শিশুসহ ছোট ২টি বাচ্চাকে নিয়ে বাড়িতে একা বাস করত জন্নাতুল বকেয়া। বৃহস্পতিবার সকালে জন্নাতুল বকেয়া’র রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

এদিকে খুনের ঘটনায় নিহত জন্নাতুল বকেয়া’র মা মুহছেনা বেগম বাদী হয়ে আলীকদম থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মা মুহছেনা বেগম জানায়, অবুঝ প্রতিবন্ধী শিশু ফাহিম (৬) ও মাহিমকে (৩) নিয়ে খুব বিপাকে পড়েছি। বাচ্চাগুলো কিছুই খাচ্ছেনা। শুধু মাকে ডেকে ডেকে কান্না করছে। ওদের যারা এতিম করেছে সরকারের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি। 

আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় বাড়ির পাশে রেপারপাড়া কেন্দ্রীয় মসজিদের কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। খুনের সময় পাওয়া উপকরণ ও নানান তথ্যের উপর নির্ভর করে তদন্তের কাজ চলছে। 


বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর