১৮ আগস্ট, ২০১৭ ২২:১৫

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নাটোর প্রতিনিধি:

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নাটোরের চলনবিল অঞ্চলের বন্যা কবলিত সিংড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বিকেলে ওই উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া, আনন্দ নগর, চামারী, বিলদহর মৎস্যঝীবি পাড়া, গুটিয়া, চামারী গ্রামের প্রায় অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল, জনপ্রতি ২০ কেজি চাল, নগদ ২০০ টাকা, আধা কেজি ডাউল, আধা কেজি চিরা, গুর ২০০গ্রাম, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সিংড়া উপজেলা পরিষদের চেয়াম্যান শফিকুল ইসলাম শফিসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। 

এছাড়া শনিবার তাজপুর ইউনিয়ানের নিমপুর, সিংড়া পৌরসভা এলাকা, শেরকোল ইউনিয়ানের তেমুথ-তেমুথ সাপুড়িয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।

 

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর