১৯ আগস্ট, ২০১৭ ০৯:১৯

জামালপুরের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি

যমুনার পানি কমতে শুরু করায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জামালপুরের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি এখনো বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজান থেকে নেমে আসা পানিতে ব্রহ্মপুত্রসহ শাখা নদী গুলোর পানি কিছুটা বেড়েছে।

সবমিলিয়ে উজানে যমুনার পানি কমতে থাকায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ভাটিতে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি ছড়িয়ে পড়ায় মেলান্দহ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ ও জামালপুর সদরের বিস্তীর্ণ এলাকার বাড়িঘর তলিয়ে আছে বন্যার পানিতে। 

অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানিয়েছেন, পানিতে নিমজ্জিত রয়েছে প্রায় ৫০ হাজার হেক্টর ফসলী জমি। বন্ধ রয়েছে এক হাজার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান।

টানা এক সপ্তাহের বন্যায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খাবার ও গো-খাদ্যের সঙ্কট তীব্র হয়ে উঠেছে। নিজেদের ঘরে খাবার নেই, তার উপর গো-খাদ্য জোটানো কঠিন হয়ে পড়েছে বানভাসি মানুষগুলোর।

বিডি-প্রতিদিন/১৯  আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর