১৯ আগস্ট, ২০১৭ ১২:০৭

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি বেড়ে এখন বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যার পানি প্রবেশ করায় সদর উপজেলার নর্থ চ্যানেল, চরমাধদিয়া, ডিক্রিরচর ও আলিয়াবাদ ইউনিয়ন ছাড়াও চরভদ্রাসন এবং সদরপুর উপজেলার বেশ কয়েকটি কাচা-পাকা রাস্তা তলিয়ে গেছে। স্থানীয় বাজারের দোকানগুলোতে পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা।

এদিকে, বন্যা কবলিত এলাকার প্রায় ৩শ হেক্টর জমির ফসল ও সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বন্যার পানি ঘরে প্রবেশ করায় তিনটি উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যেই সদর উপজেলা ছাড়াও তিনটি উপজেলার প্রায় ৫০টি স্কুল ও মাদ্রাসা বন্ধ করে অশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এসব এলাকার হাজার হাজার হাস-মুরগী এবং গো-খাদ্যের পাশাপাশি মানুষের বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

বিডি-প্রতিদিন/১৯ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর