১৯ আগস্ট, ২০১৭ ১৫:৫০

জয়পুরহাটে বাঁধ ভেঙ্গে সাড়ে ৩ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বাঁধ ভেঙ্গে সাড়ে ৩ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পৌর শহরের পারঘাট এলাকায় তুলশীগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে অন্তত সাড়ে ৩শ বাড়ি ঘর নতুন করে প্লাবিত হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। 

শনিবার সকালে এই ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় জরুরী ভিত্তিতে বাঁধ মেরামতে কাজ করছে স্থানীয় উপজেলা প্রশাসন।
 
আক্কেলপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও সাদিয়া সুলতানা জানান, শুক্রবার বিকাল থেকে বন্যার পানি কমতে থাকলেও হঠাৎ করেই শনিবার সকালের দিকে পৌর শহরের পারঘাট এলাকার ৩০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। এতে করে পারঘাট মহল্লার অন্তত সাড়ে ৩শ বাড়ি-ঘর আবারো নতুন করে প্লাবিত হয়েছে। 
অপরদিকে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানা গেছে।
 

 

বিডি প্রতিদিন / ১৯ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর