১৯ আগস্ট, ২০১৭ ১৭:৩৪
পদ্মা ও আড়িয়ালখাঁর পানি বৃদ্ধি অব্যাহত

মাদারীপুরে নির্মাণাধীন আড়িয়ালখাঁ ২য় সেতুর স্টকইয়ার্ড ভাঙ্গন কবলিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে নির্মাণাধীন আড়িয়ালখাঁ ২য় সেতুর স্টকইয়ার্ড ভাঙ্গন কবলিত

মাদারীপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী ভাঙ্গনের ব্যাপকতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় পানি বেড়ে বিপদসীমার ৩৪ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে আড়িয়ালখাঁ নদের উপর নির্মাণাধীন ২য় সেতুর স্টকইয়ার্ড নদী ভাঙ্গনে আক্রান্ত হয়ে পড়েছে। 

জানা গেছে, ৬ লেন মহাসড়কের আড়িয়াল খাঁ ২য় সেতুর জন্য চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের স্টকইয়ার্ডের প্রায় দেড়‘শ মিটার ভাঙ্গন কবলিত হওয়ায় দ্রুত মালামাল সরিয়ে নেয়া হচ্ছে। 

এদিকে পদ্মা নদীর পর এবার আড়িয়াল নদের ভাঙ্গনের ব্যাপকতা বেড়েছে। নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে জেলার শিবচরের ৫ ইউনিয়ন। এরই মধ্যে কাউলিপাড়া কওমী মাদ্রাসাসহ ২ মাদ্রাসা, চরবহেরাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ শতাধিক ঘর বাড়ি এবং শতবর্ষী ঐতিহ্যবাহী জামে মসজিদ নদীতে বিলীন হয়ে গেছে।
 
নির্মাণাধীন আড়িয়ালখাঁ ২য় সেতুর সহকারী ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে আড়িয়ালখাঁ নদের উপর নির্মাণাধীন ২য় সেতুর স্টকইয়ার্ড নদী ভাঙ্গনের শিকার  হয়েছে। নির্মাণাধীন ৬ লেন মহাসড়কের চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের স্টকইয়ার্ডের প্রায় একশত থেকে-দেড়শ মিটার ইতোপূর্বে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই এখান থেকে দ্রæত মালামাল সরিয়ে নেয়ার  কাজ চলছে।  আমরা ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেরাই ভাঙ্গন প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’


বিডি প্রতিদিন / ১৯ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর