১৯ আগস্ট, ২০১৭ ১৭:৪১

ঈদের আগে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের দাবী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদের আগে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের দাবী

আসন্ন ঈদুল আযহার আগে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন, সড়ক ভবন ঘেরাও এবং প্রতীকি সড়ক অবরোধ কর্মসূচীর ঘোষনা দিয়েছে বরিশাল বাস মালিক গ্রুপ। এতেও সড়ক সংস্কার না হলে ঈদের ৭দিন পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছেন বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা। 

শনিবার সকাল ১১টায় বরিশাল কেন্দ্রিয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বাস মালিক গ্রুপ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী থেকে ভূরঘাটা পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। খানা-খন্দে ভরা। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই ঈদ উপলক্ষ্যে জরুরীভাবে মহাসড়কের ওই অংশ সংস্কারের দাবী জানিয়েছেন তারা। 

এই দাবীতে আজ ২০ আগস্ট সকাল ১০টায় নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে মানববন্ধন, ২৪ আগষ্ট সকাল ১১টায় প্রতীকি মহাসড়ক অবরোধ এবং ২৭ আগষ্ট সড়ক ভবন ঘেরাও কর্মসূচীর ঘোষনা দেন বাস মালিক গ্রুপের নেতারা। এতেও মহাসড়ক সংস্কার না হলে ঈদের ৭দিন পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুশিয়ারী দেন তারা।  
 

বিডি প্রতিদিন / ১৯ আগস্ট, ২০১৭ / তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর