১৯ আগস্ট, ২০১৭ ২২:৫১

দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুরের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন সংগঠন। আজ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর সদর ও উথরাইল ইউনিয়সহ বিভিন্ন গ্রামে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।

একইদিন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন - চেম্বারের সভাপতি রেজা হুমায়ান ফারুক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামসহ চেম্বারের নেতৃবৃন্দ। 

আজ দিনাজপুরের উন্নয়নের কান্ডারী মরহুমা মন্ত্রী খুরশীদ জাহান হকের জ্যৈষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন’র পক্ষ থেকে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা (হঠাৎপাড়া), উপশহরসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান রওশন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান আমিনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মুন্না প্রমুখ।

আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিট বন্যায় ক্ষতিগ্রস্থ দিনাজপুর সদরসহ ৬টি উপজেলার  আরডিআরএস দিনাজপুর ইউনিট ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় এ পর্যন্ত ৫ কেজি চাল, ৫শ গ্রাম মশুর ডাল, ৫শ' মি.লি. সোয়াবিন তেল, ৫শ' গ্রাম লবন দিনাজপুর সদরসহ ৬টি উপজেলায় ২৩শ' পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। 

এদিকে আজ ঢাকাস্থ পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন নিজেদের ও দাতাদের নিকট হতে সংগৃহিত অর্থে কেনা ৪শ’ প্যাকেট শুকনো খাবার বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার চন্ডিপুর, বেলাইচন্ডি, হাবড়া, মোমিনপুর ও হামিদপুর ইউনিয়নের বন্যার্ত ৪শ’ পরিবারের মাঝে বিতরণ করেন। এসব শুকনো খাবারের প্যাকেটে করে বন্যার্তদের চাল, চিড়া, মুসুর ডাল প্রদান করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর