২০ আগস্ট, ২০১৭ ১৫:৪২

পদ্মা পাড়ের ৪৫ গ্রাম প্লাবিত, শিক্ষা কার্যক্রম ব্যাহত

শরীয়তপুর প্রতিনিধি:

পদ্মা পাড়ের ৪৫ গ্রাম প্লাবিত, শিক্ষা কার্যক্রম ব্যাহত

ফাইল ছবি

পদ্মার পাড়ের আশপাশের ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ায় ২৬৫টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শরীয়তপুর জেলার নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় বন্যার পানিতে প্লাবিত হওয়ার পাশাপাশি ভাঙ্গন কবলিত হয়েছে পদ্মা পাড়ের কয়েক হাজার মানুষ।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জাজিরায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকায় আশপাশেরর বাড়িতে পড়ানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। 

এদিকে এখনও সরকারি-বেসরকারি ভাবে কোন ত্রাণ সহায়তা পাওয়া যায়নি বলে জানা গেছে। বন্যা ভাঙ্গন কবলিত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে দুর্গতরা। শরীয়তপুরের জাজিরা-নড়িয়ায় ২৬৫টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর