২০ আগস্ট, ২০১৭ ১৬:২৮

কুতুপালং শরণার্থী ক্যাম্পে বন্যহাতির তাণ্ডব, নিহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুপালং শরণার্থী ক্যাম্পে বন্যহাতির তাণ্ডব, নিহত ১

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বন্যহাতির তাণ্ডবে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আরও ১৩টি বসতবাড়িতে ভাঙচুর করা হয়। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ শরিফ (৬০) রোহিঙ্গা কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। তিনি মিয়ানমারের মংডু এলাকার মৃত আলী জুহুরের ছেলে।  

কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের সভাপতি আব্দুর রহিম জানান, কুতুপালং ক্যাম্প ও বস্তি এলাকায় প্রতিনিয়ত বন্যহাতির দল হানা দিয়ে থাকে। ক্যাম্পে অবস্থানকারী রোহিঙ্গাদের ধাওয়া খেয়ে অন্যান্য সময় বন্যহাতির দল পালিয়ে গেলেও ভোরে হাতির দল শরিফকে ধরে ফেলে। এসময় তাকে বন্যহাতির দল পায়ের নিচে ফেলে অজ্ঞান করে ফেলে। পরে তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হলে মৃত হয়। 

ঘটনার সত্যতা স্বীকার করে কুতুপালং পুলিশ ফাড়ির ইনচার্জ শাখাওয়াৎ হোসেন বলেন, রোহিঙ্গারা বন্যহাতির আভাসস্থল দখল করে ঝুঁপড়ি নির্মাণ করায় হাতিরদল লোকালয়ে হানা দিচ্ছে। এতে দুর্ঘটনা ঘটছে।

বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর