২০ আগস্ট, ২০১৭ ১৭:০৪

দিনে-দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা,কর্মকর্তা গুলিবিদ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি:

দিনে-দুপুরে ব্যাংক ডাকাতির চেষ্টা,কর্মকর্তা গুলিবিদ্ধ

ঝিনাইদহ জেলার শৈলকুপার ভাটই বাজারে দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকে ডাকাতির করতে গিয়ে দুই ডাকাত আটক হয়েছে। এসময় ডাকাতের গুলিতে তাসির উদ্দিন নামের এক ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ২ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শৈলকুপা গ্রামীণ ব্যাংকের কর্মীরা বিভিন্ন স্থান থেকে টাকা কালেকশন করে ব্যাংকে ফিরছিল। ব্যাংক কর্মকর্তা তাসিল উদ্দিন ব্যাংকের গেটে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা ৩ ডাকাত তাদের লক্ষ করে গুলি ছোড়ে। তাসিল উদ্দিন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দুই ডাকাত কে হাতে নাতে আটক করে। 

পরে পুলিশ ঘটনাস্থলে আসলে আটককৃত ডাকাতদের পুলিশে সোপর্দ করা হয়। গুলিবিদ্ধ তাসিল উদ্দিন গ্রামীণ ব্যাংক ভাটই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তাকে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোন টাকা খোয়া যায়নি বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক। 

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর