২০ আগস্ট, ২০১৭ ১৯:৩৯

বগুড়ায় শিশু হত্যার অভিযোগে কিশোরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় শিশু হত্যার অভিযোগে কিশোরী গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে জুঁই খাতুন (৫) নামে শিশুকে নাগর নদে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ নুরানী খাতুনকে (১৬) গ্রেফতার করেছে। 

রবিবার দুপুরে নওগাঁ জেলার আত্রাই উপজেলা সদরের তার আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

নুরানী উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামের শামীম ইসলামের মেয়ে।


মামলা সূত্রে জানা যায়, ১৮ আগস্ট সন্ধ্যার বাড়ির পাশের নাগর নদীর তীরে খেলা করছিল একই গ্রামের জহুরুল ইসলামের কন্যা জুঁই খাতুন (৫)। এসময় সেখানে থাকা নুরানী শিশুটিকে নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাত ১০টার দিকে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে এলাকাবাসি। পরে শনিবার রাতে নুরানী খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে জুঁইয়ের চাচা জাহাঙ্গীর হোসেন। 

বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, শিশুটিকে হত্যার কারণ এখনও উদ্ধার করা যায়নি। নুরানীর মা ফেন্সি খাতুন ও ফুফু নার্গিসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দাবি, নুরানীর মানসিক রোগী। নুরানীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর