২১ আগস্ট, ২০১৭ ১৫:০০

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে কলাপসিবল গেইট ভেঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রবাসীর স্ত্রী সুমি আক্তারকে মারধরসহ পরিবাররে ৫ সদস্যকে বেঁধে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

রবিবার দিবাগত রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে (আমেরিকান প্রবাসি বাড়ি) এ ঘটনা ঘটে। খবর পেয়ে (আজ) সোমবার সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, স্থানীয় নুরুল্লাপুর গ্রামের আমেরিকান প্রবাসী জিল্লুর রহিমের বাসার কলাপসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৮/১০ জনের ডাকাত দল। এসময় বাসার ভেতরে থাকা প্রত্যেক কক্ষের লোকজনকে বেঁধে ফেলেন তারা। প্রবাসীর স্ত্রী সুমি চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল তাকে মারধর করে। এসময় ডাকাতরা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৪৫ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার। 

পরে ডাকাতরা পালিয়ে গেলে পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসে তাদের হাতের বাঁধ খুলে দেয় ও পুলিশে খবর দেয়। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর