২১ আগস্ট, ২০১৭ ১৫:৫২

দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

দিনাজপুরে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। বন্যার্ত এলাকায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। আজ দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের শহীদ জমিরউদ্দিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এবং নিটল-নিলয় গ্রুপ অফ ইন্ডাষ্ট্রির ভাইস চেয়ারপার্সন সেলিমা আহমাদ মেরী তার ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি সদরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের খোঁজ খবর নেন।  ত্রাণ বিতরণে কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, দিনাজপুর চেম্বার অফ কমার্স'র সভাপতি হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চালকল মালিক গ্রুপের মোসাদ্দেক হোসেনসহ আরো অনেকে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর