২১ আগস্ট, ২০১৭ ১৮:৫১

বগুড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি, ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি, ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত

ফাইল ছবি

বগুড়ায় পানি কমতে শুরু করেছে। আজ যমুনা নদীর পানি কমে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যমুনার পানি কমতে থাকলেও বাড়তে শুরু করেছে বাঙালি নদীর পানি। বাঙালি নদীর পানি বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় ৫ উপজেলার ২১টি ইউনিয়নের ১৯৫টি গ্রামের প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলার দেড় লাখ মানুষ এখনো ক্ষতিগ্রস্থ হয়ে আছে।

জানা যায়, আজ বগুড়া জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। পানি দ্রুত কমে যাচ্ছে। যমুনায় পানি বেড়ে ১২৬ সেন্টিমিটার থেকে কমে এখন ৩১ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। বাঙালি নদীর পানি ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্থ এ অঞ্চলে বর্তমানে শুরু হয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বন্যা কবলিত এলাকায় পাতলা পায়খানা, জ্বরসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্ত সংখ্যা বেড়েছে। খাবার পানি সংকট দূর করতে ৫৭টি নলকূপ বসানো হয়েছে। বন্যায় নলকূপ ক্ষতিগ্রস্থ হয়েছে ১ হাজার ৪৪৫টি। 

বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন র্কাযলয় সূত্রে জানা যায়, জেলায় সোমবার পর্যন্ত প্রায় সাড়ে ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে আছে। ক্ষতিগ্রস্থ প্রাথমিক স্কুল রয়েছে ৮৭, মাধ্যমিক স্কুল ১২টি ও মাদ্রাসা রয়েছে ২টি। ক্ষতিগ্রস্থ পরিবার রয়েছে ৩৮ হাজার ৪১০টি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর