২১ আগস্ট, ২০১৭ ১৯:৪০

কলাপাড়ায় দুদকের উদ্যোগে স্কুলে সততা স্টোর চালু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় দুদকের উদ্যোগে স্কুলে সততা স্টোর চালু

পটুুয়াখালীর কলাপাড়ায় দুদকের উদ্যোগে দুইটি স্কুলে সততা স্টোর চালু হয়েছে। পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করে। এ লক্ষ্যে আজ সততা স্টোরে প্রদর্শন ও শিক্ষার্থীদের কাছে বিক্রির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হস্তান্তর করেন- উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-সহকারী পরিচালক নীল কমল পাল। 

এসময় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন বিশ্বাস, মো. আনোয়ার হোসেনসহ দুই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চালু হওয়া এই সততা স্টোর থেকে বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা বিক্রির রেটচার্ট অনুসারে টাকা পরিশোধ করে শিক্ষা উপকরণ কিনতে পারবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এক ধরনের নৈতিকতার উন্নয়ন ঘটানোর সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর