২২ আগস্ট, ২০১৭ ১৪:৪১

পাটের মূল্য বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

পাটের মূল্য বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে কৃষকদের মানববন্ধন

পাটের মূল্য মণ প্রতি ২ হাজার ৫শত টাকার দাবিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের এইচএসএস সড়কে ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ করেছে কৃষকেরা। ঝিনাইদহের স্বাধীন কৃষক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রোবায়েত হোসেন মোল্লা, মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, বে-সরকারী সংগঠন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, এনজিও কর্মী হায়দার আলীপ্রমুখ।

মানবন্ধন থেকে কৃষকেরা দাবি করেন প্রান্তিক চাষী, কৃষকের জমির লিজ মূল্য, নিজস্ব পারিবারিক শ্রম ও চলতি মূলধনের সুদ কখনোই কৃষি পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ধরা হয় না। এসব হিসাব করলে মণ প্রতি উৎপাদন খরচ গড়ে ২ হাজার ৩শত টাকা করে পড়ে। হিসাবে না আনা এসব ব্যয় বাদ দিলেও উৎপাদন ব্যয় বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৭শত টাকার উপরে। কিন্তু পাটের বর্তমান বাজার দর ১হাজার ৫শত টাকারও কম। তাই কৃষকদের আগ্রহ ধরে রাখতে পাটের দাম কমপক্ষে ২ হাজার ৫শত টাকা করার দাবি জানান কৃষকেরা।

বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর