২২ আগস্ট, ২০১৭ ১৫:৪১

সিলেটে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক রাতে তিন বাড়িতে হানা দিয়েছে ডাকাত।  সোমবার দিবাগত রাতে ওই তিন বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে তারা।  মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো ডাকাত সদস্যকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফুলবাড়ি গ্রামের ফজলু মিয়ার বাড়িতে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।  পরে ডাকাতরা একই উপজেলার ধুতিরগাঁও’র নূরুল ইসলাম ও কায়েস্থগ্রামের সুধাংশু দত্তের বাড়িতে হানা দেয়।  ওই দুই বাড়ি থেকে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

ডাকাতদের ধরতে উপজেলাজুড়ে অভিযান চলছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক।

বিডি প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর