২২ আগস্ট, ২০১৭ ১৬:০৫

বন্যার্তদের মাঝে যুবদল ও ছাত্রদলের ত্রাণ বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি


বন্যার্তদের মাঝে যুবদল ও ছাত্রদলের ত্রাণ বিতরণ

কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ও দ্যাইনা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার কাতুলী ইউনিয়নের জামিয়া কারিমিয়া আরাবিয়া রশিদপুর কবরস্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলিম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চর ফতেপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

দুই ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, লবণসহ অনান্য খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর