২২ আগস্ট, ২০১৭ ১৭:৪৯

শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু


বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত ফিরোজ আলী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত ফিরোজ আলী উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুজ্জোহা জানান, ১৪ আগস্ট শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের হুমায়ন কবিরের বেশ কয়েকটি হাঁস ফিরোজ আলীর জমির আমন ফসল নষ্ট করে। এনিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ১৫ আগস্ট সন্ধ্যায় ঘটনার জেরধরে দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ আলীর ওপর কতিপয় অতর্কিত হামলা চালায়। এতে সে আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। 

এর আগে, গত ১৯ আগস্ট ফিরোজ আলীর ভাই সুজন মিয়া বাদি হয়ে হামলাকারী ওই তিন ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর