২২ আগস্ট, ২০১৭ ১৮:০২

বগুড়ায় গরু ভর্তি ট্রাক লুট, আটক দুই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় গরু ভর্তি ট্রাক লুট, আটক দুই

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলা থেকে গরু ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া বাজার এলাকা থেকে ১৪ লাখ টাকা মূল্যের কোরবানির পশু বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। 

বগুড়ার শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, নওগাঁর মান্দা উপজেলার একটি পশুর হাট থেকে শাহ আলমসহ কয়েকজন ব্যাপারি ১৪টি গরু কিনে ট্রাক যোগে ঢাকায় যাচ্ছিলেন। গরুগুলোর মূল্য প্রায় ১৪ লাখ টাকা। পথিমধ্যে ওই ট্রাকের চালক জহুরুল ইসলাম নষ্ট হওয়ার অজুহাত তুলে কৌশলে ট্রাকটি বগুড়া বাজার এলাকায় থামান এবং ট্রাকের কেবিন এবং উপরে থাকা ব্যাপারিদের নামিয়ে দেয়। ঠিক এ সময়ে অজ্ঞাতনামা আরেকটি ট্রাক ও মাইক্রোবাসযোগে একদল দুর্বৃত্ত কৌশলে ট্রাক টি নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় জড়িত সন্দেহে নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকার আজিজার রহমানের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও ফরিদপুরের ভাংগা উপজেলা সদরের আব্দুল মালেকের ছেলে লাল মিয়াকে (২৯) আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর