২২ আগস্ট, ২০১৭ ২২:২৮

বগুড়ায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে বগুড়া জেলা বিএনপির উদোগে বন্যা দুর্গতদের মাঝে তিন দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হয়েছে। আজ বন্যা কবলিত সারিয়াকান্দি উপজেলা সদরের দিঘলকান্দি তরফদার পাড়া ও দিঘলকান্দি গ্রোয়েন বাঁধে পাঁচ শতাধিক বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল-ডাল, তেল, আলু, মুড়ি, লবন, খাবার স্যালাইন বিতরণ করা হয়। 

শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন- দলের কেন্দ্রীয সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, মহিলা দলের জেলা সভানেত্রী লাভলী রহমান, সারিয়াকান্দি উপজেলা সভাপতি সুজাউদ্দৌেলা সন্জু, সাধারণ  সম্পাদক লুৎফুল হায়দার রুমি, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু। 

এসময় উপস্থিত ছিলেন- শাজাহনপুর উপজেলা বিএনপি নেতা ইউনুছ আলী, ফজলুল হক উজ্জল, জাহেরুল ইসলাম, কহিনুর বেগম, ইদ্রিস আলী সাকিদার, মহসীন আলী, আজিজুর রজমান বিদ্যুত,তমিজ উদ্দিন, হামিদুর রহমান চাঁন, আব্দুল হান্নান,  আলীমুর রাজি তরুন, মতিন, সুরাইয়া জেরিন রনি, যুবদলের মাসুদ রানা, মাহবুব হাসান লেমন, পলাশ, ছাত্রদলের শফিক, জেম্স  বেলাল হোসেন বাবু প্রমুখ। 

এছাড়াও দিঘলকান্দি গ্রামে ছাত্রদল সরকারী আজিজুল হক কলেজ ও শাহ সুলতান কলেজ শাখা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর