২৩ আগস্ট, ২০১৭ ১২:৫৯

নওগাঁর জামালপুর গুচ্ছ গ্রামে ত্রাণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর জামালপুর গুচ্ছ গ্রামে ত্রাণ বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন এলকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছালেও কোন রকম সরকারী সহযোগীতা পৌঁছায়নি ওই উপজেলার জামালপুর নামে একটি গুচ্ছ গ্রামে। গত ১০দিন অতিবাহিত হলেও কেউ খোঁজও নেয়নি তাদের। অবশেষে পাশ্ববর্তী একটি বাঁধে আশ্রয় নেয়া সেই সব মানুষের পাশে প্রথম বারের মতো ত্রাণ নিয়ে এগিয়ে গিয়েছেন নূর হোসেন নামে এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। ত্রাণ পেয়ে তৃপ্তির যেন শেষ নেই ওই গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষগুলোর।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল কয়েক দিনের বন্যায় নওগাঁর বিভিন্ন এলাকার মতো প্লাবিত হয় নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের দরিদ্র আবাসন প্রকল্পের আওতায় গড়ে উঠা জামালপুর গুচ্ছ গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়ে ওই গ্রামের ৭৫টি পরিবারের প্রায় ৩শ' মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওইসব হতদরিদ্র মানুষ আশ্রয় নেয় গ্রামের পাশের একটি বাঁধে। কিন্তু ১০ দিন অতিবাহিত হলেও তাদের কাছে কেউ ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ তাদের। এক পর্যায়ে বুধবার সকালে নৌকায় করে ওই গ্রামে ত্রাণ পৌঁছিয়ে দেন এলকার বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা নূর হোসেন।

এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা ইউনুস আলী বলেন, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবন কাটছিল তাদের। এক পর্যায়ে এলকার ব্যবসায়ী নূর হোসেন নিজ উদ্যোগে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে হাজির হয়। একই গ্রামের মাজেদা বেগম জানান, গ্রামের প্রতিটি ঘর এখন একগলা পানি নিচে। তাই এমন দুঃসময়ে ত্রাণ পাওয়ায় বেশ খুশি তারা।

এ বিষয়ে নূর হোসেন বলেন, কোন উদ্দেশ্য নয়, শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় ত্রাণ সহায়তায় এগিয়ে আসেন তারা। শুধু তাই নয় ওই গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামেও একই দিনে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ওইসব মানুষের পুনর্বাসনে সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর