২৩ আগস্ট, ২০১৭ ১৩:১০

নোয়াখালীতে জুট মিল কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে জুট মিল কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

নোয়াখালীর চৌমুহনী ডেল্টা জুট মিলের মালিক পক্ষ ও সোনালী ব্যাংক একত্রিত হয়ে মিল নিলামে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২২ মাসের বেতনসহ  বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা সড়ক অবরোধ করে। বুধবার সকালে তারা চৌমুহনী-ফেনী সড়ক অবরোধ করে রাখে। 

এ সময় আন্দোলনকারীরা মিল পুরোদমে চালু রাখারও দাবি করে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। সড়ক অবরোধের ফলে চৌমুহনী-ফেনী সড়কের দু’দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহাতে দেখা যায়। 

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের বেগমগঞ্জ উপজেলা সভাপতি ও সিবিএর সাধারণ সম্পাদক কাজী গিয়াস উদ্দিন, ডেল্টা জুট পাটকল গণতান্ত্রিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর