২৩ আগস্ট, ২০১৭ ১৪:০৩

পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ আগামীকাল

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে লাখো কণ্ঠে শপথ আগামীকাল

গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পঞ্চগড়ে একযোগে লাখো কণ্ঠে শপথ পাঠ করা হবে আগামীকাল বৃহস্পতিবার। জেলার মাধ্যমিক এবং তদুর্ধ্ব  শিক্ষার্থীরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ এবং দুর্নীতি প্রতিরোধে আয়োজনে অংশ নেবে। এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা প্রশাসন।

এতে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শংকর কুমার ঘোষ, সিভিল সার্জন পিতাম্বর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেসী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল মোমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহমেদ প্রমুখ । 

জেলা প্রশাসক বলেন, পঞ্চগড়ের ৩৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৪৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১১টায় একযোগে এই শপথ অনুষ্ঠানে অংশ নেবে। জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরাও এই শপথ বাক্য পাঠ করাবেন। 
 
বিডি প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর