২৩ আগস্ট, ২০১৭ ১৯:১৪

বগুড়ায় বাড়ছে বাঙালির পানি, কমছে যমুনার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বাড়ছে বাঙালির পানি, কমছে যমুনার

বগুড়ায় যমুনা নদীর পানি কমলেও বাঙালি নদীর পানি বেড়েই চলেছে। যমুনায় পানি কমে ৬ সেন্টিমিটার ও বাঙালি নদীর পানি বিপদসীমার ৪৯ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বাঙালি নদীর পানি ৪৩ সেমি উপর দিয়ে প্রবাহিত হয়। যমুনা নদীর পানি কমতে থাকায় বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছে। তবে বেশিরভাগ এলাকায় এখনো পানি জমে আছে।

জানা যায়, বগুড়ার ৫টি উপজেলা সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় বন্যা দেখা দেয়। বন্যায় পাঁচ উপজেলার প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। জেলার সারিয়াকান্দিতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। বগুড়া সোনাতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, উপজেলায় বন্যায় ৯ হাজার ৫শ’ ৮৭টি পরিবার পানিবন্দী আছে। ১৯ টি বিদ্যালয়, ২৬ কিলোমিটার কাঁচা রাস্তা ও ২ কিলোমিটার পাঁকা রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারিভাবে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

বগুড়া জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা শাহারুল ইসলাম মো. আবু হেনা জানিয়েছেন- জেলার ৫ উপজেলার ৪৬ টি ইউনিয়নের মধ্য ২৪ ইউনিয়নে পানি উঠেছে। এতে ২২০টি গ্রামের ৩৮ হাজার ৪১০ পরিবারের ১লাখ ৪৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলার ১১ হাজার ৯১০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা বন্যাকবলিত। এসব প্রতিষ্ঠানের পানি উঠায় পাঠদান বন্ধ রয়েছে।
বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, যমুনা নদীর পানি ৬ সেন্টিমিটার ও বাঙালি নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর