২৩ আগস্ট, ২০১৭ ১৯:৩৪

বরগুনায় শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বরগুনায় শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার বেগাতী এলাকায় প্রাথমিক শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের প্রতিবাদে ধুনট উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ বিকেল ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ধুনট শহরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার কালো কাপড়ে ঢেকে দিয়ে সমাবেশ করেছে শিক্ষকরা। 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষক মান্নত আলী, আয়নাল হক, আবুল কালাম, ওয়াজেদুর রহমান, ফৌজিয়া হক বিথী ও জোবায়ের আল মাহমুদ। সমাবেশে বক্তাগণ বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর