২৩ আগস্ট, ২০১৭ ২১:১৩

বগুড়ায় সন্তানকে গলা টিপে হত্যার পর মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় সন্তানকে গলা টিপে হত্যার পর মায়ের আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় এক মা তার ১০ মাস বয়সী কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে।

বুধবার বিকেল ৫ টার দিকে সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। জমজ কন্যা সন্তান জন্ম নেয়ার স্বামী ও শ্বশুড় শাশুড়ির গালমন্দের কারণে এঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। আত্মহননকারী মা আজিদা খাতুন (২৪) কামারপাড়া গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রহিমের স্ত্রী। আর মায়ের হাতে নিহত সন্তানের নাম খাদিজা।

জানা গেছে, রাজমিস্ত্রী রহিমের স্ত্রী আজিদা খাতুনের গর্ভ থেকে ১০ মাস আগে জমজ কন্যা সন্তান জন্ম গ্রহন করে। সংসারে জমজ কন্যা সন্তান জন্ম নেয়ায় স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি আজিদাকে দায়ী করে গালমন্দ করে। এনিয়ে সংসারে অশান্তি বিরাজ করছিল।বুধবার বিকেল ৫ টার দিকে সবার অজান্তে আজিদা তার এক সন্তান খাদিজাকে গলা টিপে হত্যা করে। এরপর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় আজিদার অপর সন্তান তার দাদীর কাছে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মা- মেয়ের লাশ উদ্ধার করে।
সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঘটনার সময় আজিদার স্বামী বাড়িতে ছিলনা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর