২৪ আগস্ট, ২০১৭ ১৪:১৪

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

নীলফামারী থেকে উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে সরকার। আজ জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আমন ধানের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং’র মহাপরিচালক আশ্রাফ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস। 
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য দেন। 
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নুর বলেন, প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এই অঞ্চলের মানুষরা। ক্ষতি পূরণের চেষ্টা চালাচ্ছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে উদ্যোগ নিয়ে সরকার এজন্য জনপ্রতিনিধিদের সহযোগীতা চেয়ে আসাদুজ্জামান নুর বলেন, প্রকৃতপক্ষে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন বাদ না পড়েন। 
উদ্বোধনী বক্তব্য শেষে নীলফামারী সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত দুইশ' জনের মাঝে আমন ধানের চারা বিতরণ করেন আসাদুজ্জামান নূর।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর