২৪ আগস্ট, ২০১৭ ১৪:২৪

ফরিদপুরে বন্যার্ত ৮৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বন্যার্ত ৮৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে দ্বিতীয় ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যার্ত পরিবারগুলোর  মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শামসুল আলম, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন, সহকারী কমিশনার(ভূমি) দিপ্তিময়ী জামান, চরভদ্রাসন সদও ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমুখ।


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শামসুল আলম বন্যার্তদের উদ্দেশ্যে বলেন, সরকারের ত্রাণের কোন অভাব নেই। আপনাদের মাঝে কেউই খাবারের কষ্ট করবে না। আমরা প্রশাসনের পক্ষ হতে সব সময় আপনাদের পাশে থাকব। 

এদিন, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত চাল জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট সাড়ে আট টন চাল বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর