২৪ আগস্ট, ২০১৭ ১৫:২০

কিশোরগঞ্জে শিক্ষণ বিনিময় কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে শিক্ষণ বিনিময় কর্মশালা

হাওর অঞ্চলের সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের জেলা পর্যায়ে শিক্ষণ বিনিময় কর্মশালা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। হাওর কনসোর্টিয়াম স্থানীয় পপি পার্ট ট্রেনিং সেন্টারে আজ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, জেলা সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান খান ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া।

কর্মশালায় আগাম বন্যায় হাওরে ক্ষতিগ্রস্তদের জরুরি মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণকারী প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের সহায়তার ক্ষেত্রে কিছু সুপারিশমালা তৈরি করা হয়।
কর্মশালায় সাংবাদিক, জন প্রতিনিধি, সুবিধাভোগী পরিবার, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর