Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২২:১১ অনলাইন ভার্সন
গুরুদাসপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধি:
গুরুদাসপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরের জুমাইনগর গ্রামে নিখোঁজের তিনদিন পর বাড়ি থেকে প্রায় ৩শ গজ দূরে ডোবা থেকে আহম্মদ আলী নামে দেড় বছর বয়সী এক শিশুর লাশ পাওয়া গেছে। নিহত আহম্মদ আলী জুমাইনগর গ্রামের মন্তাজ আলী মুন্সীর ছেলে।
জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামের আব্দুর রহমানের ছেলে শামসুল ইসলাম শ্বশুরবাড়ি থেকে এসে বাড়ির পেছনের গেট খুলে তার ডোবায় শিশুটির লাশ ভেসে থাকতে দেখেন। পরে নিহতের বাড়ি ও থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি প্রতিবেশী লিপি বেগম (৩২) কে মা বলে ডাকতো। এ কারণে লিপি প্রায়ই শিশুটিকে তার বাড়িতে নিয়ে রাখতেন। অন্যান্য দিনের মত সোমবারও লিপি তার নিজের বাড়িতে নিয়ে গেলে শিশুটি কিছু সময়ের ব্যবধানে নিখোঁজ হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনসহ স্থানীয়রা খোঁজাখুজি করেও তাকে পায়নি। অবশেষে তিনদিন পর তার লাশ পাওয়া গেল। এ ঘটনায় শিশুর পিতা মন্তাজ মুন্সি মঙ্গলবার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরী করেছিলেন।
এ ব্যাপারে শিশুর পিতা মন্তাজ আলী বলেন, আমার ছেলের লাশ যেখানে ছিল, সেখানে সে কোনভাবেই যাওয়ার কথা নয়। কেউ অন্যত্র তাকে হত্যা করে ডোবায় তার লাশ ফেলে রেখে গেছে। আমি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবী করছি।
প্রতিবেশী লিপি বেগম দাবি করেন, নিখোঁজের দিন আহম্মদ আমার বাড়ির ভেতরেই খেলছিল। এ সময় আমি সাংসারিক কাজ করছিলাম। কিছুক্ষণ পরে দেখতে না পেয়ে বাড়ির সব জায়গায় খোঁজ করেও না পেয়ে তার বাবা-মাকে খবর দেই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস বলেন, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।  

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow