শিরোনাম
১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৪১

মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:

মিয়ানমারে গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

“রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো” এই শ্লোগানকে সামনে রেখে মিয়ানমারে গণহত্যা ও রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা নামের একটি সংগঠন। 

সংগঠনটির সভাপতি এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এপিপি এড. ফাহিমুল হক কিসলু, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, নারী নেত্রী জোছনা দত্ত প্রমুখ। 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মিয়ানমারের গণহত্যা বন্ধসহ সে দেশের শান্তি স্থাপনের জোর দাবী জানান। একই সাথে তারা রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়াসহ অং সান সু চির নোবেল পুরস্কার স্থগিত করারও দাবি জানান। 


বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর