১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:৫৫

হাতিয়ায় নৌকাডুবিতে চার জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়ায় নৌকাডুবিতে চার জেলের মৃত্যু

প্রতীকী ছবি

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতারঘাট এলাকায় নৌকাডুবিতে চার জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

মেঘনায় মাছ ধরা শেষে মঙ্গলবার ভোররাতে জনতারঘাট এলাকায় নৌকাটি নোঙ্গর করে জেলেরা ঘুমাচ্ছিল। ভোররাতে ঝড়ো হাওয়া ও জোয়ারের তীব্রতা বেড়ে নৌকাটি ধাক্কা খেয়ে ডুবে চারজনের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন কামরুল (১৮) পিতা- নজরুল, সম্পদ  (২০) পিতা - মো. ভূট্টো, রাশেদ (২৫) পিতা - আবুল হোসেন ও রাকিব (১৬) পিতা - মো: হেলাল উদ্দিন। তারা সবাই একই ইউনিয়নের আদর্শ গ্রামের অধিবাসী।

হাতিয়া থানার ওসি আবদুল মজিদ ও স্থানীয়রা জানান, জনতার ঘাট এলাকায় নৌকাটি নোঙ্গর করে জেলেরা ঘুমাচ্ছিল। হঠাৎ ঝড়ো হাওয়া ও জোয়ারের তীব্রতা বেড়ে নৌকাটি পাড়ে ধাক্কা খেয়ে ডুবে যায়। সকালে স্থানীয় লোকজনের সহয়োগিতায় পুলিশ দীর্ঘক্ষণ চেষ্টার পর ডুবন্ত নৌকটি তীরে তুলে চার জেলের মরদেহ উদ্ধার করে।
 
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়নের মোরর্শেদ বাজার ক্যাম্পের এস.আই মো. হানিফ।

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর