১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:০০

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় মোঃ নাসিরুল ইসলাম (৪২) নামের এক এনজিও কর্মী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার কামারখালীতে এ ঘটনাটি ঘটে। নিহত নাসিরুল ইসলাম বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’র কামারখালী শাখায় কর্মরত ছিলেন। 

তার গ্রামের বাড়ী মাগুড়া জেলার মহাম্মদপুর উপজেলার বদলপুর গ্রামে। তার বাবার নাম গোলাম মোস্তফা। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ঝড়ের কারণে ওয়েষ্টজোন ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) ১১ হাজার ভোল্টেজ লাইনের তার ছিড়ে কার্যালয়ের উপর পড়লে টিনসেড ঘরটির পুরোটাই বিদ্যুতায়িত হয়। এসময় নাসিরুল ইসলাম ঘর থেকে দৌড়ে বের হবার চেষ্টা করে। কিন্তু জানালার গ্রীলের সাথে সে জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে নাসিরুল গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা নাসিরুলকে মৃত ঘোষণা করে। 

‘আশা’ এনজিও এর কামারখালী শাখার ব্যবস্থাপক তপন কুমার জানান, নাসিরুল ইসলামের মারা যাবার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নাসিরুল ইসলামের পরিবারকে ‘আশা’র পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হবে।

 

বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর