১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:২০

বগুড়ায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশে ধর্ষণ, শিশু-নারী নির্যাতন ও হত্যার দ্রুত ন্যায় বিচারের দাবিতে বগুড়া জেলা মানবাধিকার কমিশন মানববন্ধন করেছে। আজ সংগঠনের সভাপতি নুরুন নবী বুলুর সভাপতিত্বে শহরের সাতমাথায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশন বগুড়া জেলার সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের সাজু, রন্জু আহমেদ, শাহ আলম, মির্জা আহসানুল হক দুলাল, শাহজামাল সিরাজী প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, শিশু-নারী নির্যাতন ও নির্যাতনের পর হত্যা করা হচ্ছে। শিশু ও নারী নির্যাতনে অভিযুক্তরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে দিনের পর দিন নির্যাতিত ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। অপরাধীরা যাতে কোনো আইনজীবীর আইন সহযোগিতা না পায় সেজন্য আইনজীবীদের কাছে আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর