২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৭

সন্ত্রাসী হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত, অস্ত্রসহ গ্রেফতার ১

জামালপুর প্রতিনিধি:

সন্ত্রাসী হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত, অস্ত্রসহ গ্রেফতার ১

সন্ত্রাসী হামলায় দুই সাবেক ছাত্রলীগ কর্মী আহত হবার ঘটনায় জামালপুরের সরিষাবাড়ির তারিাকান্দিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভের পর সন্ত্রাসী রাজা মেম্বারকে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকার সন্ত্রাসী রাজা মেম্বার দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে সরিষাবাড়ি থানায় অর্ধ ডজন মামলা রয়েছে। রাজা বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। রাজা মেম্বারের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ  করে আসছিল সরিষাবাড়ি পৌরসভার লাইসেন্স পরিদর্শক সাবেক ছাত্রলীগ কর্মী মারুফ হোসেন। এর জের ধরে রাজা মেম্বারের নেতৃত্বে সন্ত্রীরা আজ দুপুরে মেন্দারবেড় এলাকায় হামলা চালিয়ে মারুফ হোসেন ও লালচাঁনকে কুপিয়ে আহত করে। আহত দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী সন্ত্রাসী রাজা মেম্বারকে গ্রেফতারের দাবিতে তারাকান্দি-বঙ্গবন্ধু যমুনা সেতু সড়কে ঘন্টাব্যপী অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধ চলাকালেই পুলিশ মেন্দারবেড় গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ রাজা মেম্বারকে আটক করে। এসময় রাজা মেম্বারের ধারালো অস্ত্রের আঘাতে এসআই ইদ্রিস হোসাইন আহত হয়।  

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর